About us
আমরা মূলত চায়না থেকে পণ্যের আমদানি এজেন্টের কাজ করে থাকি। যারা চায়নার আলীবাবা, আলি এক্সপ্রেস, টাওবাও, টি-মল ও ১৬৮৮ থেকে হোলসেলে পণ্য আনেন আমরা তাদেরকে সোর্সিং থেকে শুরু করে তাদের বিজনেস পয়েন্ট পর্যন্ত পৌছানোর কাজ করে থাকি। আমাদের মূল প্রতিষ্ঠানের নাম চায়না এক্সপ্রেস গত ৫ বছর যাবত বিশ্বস্ততার সাথে কাজটি করে আসছে।
ললনা ডট কম চায়না এক্সপ্রেস এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ললনা-তে আমরা শুধুমাত্র মেয়েদের নিত্য প্রয়োজনীয় ফ্যাশন ও পারসোনাল কেয়ার আইটেম বিক্রি করে থাকি। আমাদের নিজস্ব চ্যানেলে চায়না থেকে মেয়েদের ব্যাগ, ফুটওয়্যার, জুয়েলারি, ঘড়ি, সানগ্লাস, বিভিন্ন মেকাপ এক্সেসরিজ আনা হয়ে থাকে। থাইল্যান্ড থেকে বিভিন্ন ব্রান্ডের কসমেটিক্স পণ্য আনা হয়ে থাকে। আমাদের ১০০% পণ্য চায়নার আলিবাবা ভেরিফায়েড সেলার থেকে পারচেজ করা হয় যাহাতে পণ্যের মান ভালো থাকে। থাইল্যান্ড থেকে আমরা মাঝে মাঝে পণ্য এনে থাকি। তাই কালেকশান কম থাকে। আমরা থাইল্যান্ড থেকে শুধুমাত্র ব্রান্ডেড সামগ্রি আনছি। কারন আমরা চাই আমাদের কাস্টমার যেনো আস্থার সাথে ললনা থেকে শপিং করতে পারেন।
আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন 01828-992299